ঢাকা: রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় আরও ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিন মেডিসিনের প্রভাষক ডা. আয়েশা পারভীন। সঙ্গে ছিলেন সিআইডির ফরেনসিকের ল্যাব পরীক্ষক শুভ জয় বৈদ্য।
শুভ জয় বৈদ্য বলেন, ‘আজ ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের ডিএনএ পরীক্ষার জন্য হাড় ও টিস্যু সংগ্রহ করা হয়েছে। বুধবার ৬টি মরদেহের নমুনা সংগ্রহ করা হযেছে। এ ছাড়া মরদেহ দাবিদারদের মালিবাগ সিআইডি ল্যাবে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে।‘
এরআগে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর। তিনি বলেন, ‘আজ ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৭ জন অজ্ঞাত। যাদের বয়স আনুমানিক ২০ থেকে ৪০ পর্যন্ত। অজ্ঞাতদের মধ্যে একজন মহিলা ও ৬ জন পুরুষ।’
বাকিরা হলেন- শরিয়তপুরের নড়িয়ার উপজেলার পূর্ব হালইসার গ্রামের মুছাই দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫) ও নেত্রকোনা মদন উপজেলার পদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৬)।
এসআই বলেন, ‘এ ছাড়া ২-৩টি মরদেহের একাধিক পরিবার দাবিদার পাওয়া গেছে। সব মরদেহ ও দাবিদারদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। গতকাল ৬টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ নমুনার প্রতিবেদন আসার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’