Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে রাকসুর ভোট গণনা

রাবি করেসপনডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৫

এলইডি স্ক্রিনে সরাসরি রাকসুর ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহিদ মিনারে বসানো এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি অ্যাকাডেমিক ভবনের ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাবা হলেন হাসনাত আবদুল্লাহ
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

আরো

সম্পর্কিত খবর