Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে মন্দির স্থাপনের দাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:০৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৫

জবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দীর্ঘদিনের ‘প্রাণদাবি’ ক্যাম্পাস প্রাঙ্গণে একটি স্থায়ী মন্দির স্থাপন। এর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতনী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অভিযোগ, জবি ক্যাম্পাসে একটি কেন্দ্রীয় মসজিদ থাকলেও প্রায় দুই হাজারেরও বেশি সনাতনী শিক্ষার্থীর জন্য কোনো স্থায়ী উপাসনালয় বা মন্দির নেই। শিক্ষার্থীরা বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিলেও ‘ক্যাম্পাসে জায়গা নেই’ এমন অজুহাতে দাবিটি বরাবরই এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এও কোনো উপাসনালয় তৈরি করা হয়নি।

বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সবার জন্য হলেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ন্যূনতম সুযোগ আমাদের নেই। নতুন ক্যাম্পাসের অজুহাত দেখিয়ে দিনের পর দিন আমাদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

এছাড়াও আগামী ২০ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা বা কালীপূজা এদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকলেও, ক্যাম্পাসের মুক্তমঞ্চ বা অন্য কোনো স্থানে সীমিত পরিসরে পূজা আয়োজনের অনুমতি চেয়েছিল সনাতনী শিক্ষক-শিক্ষার্থীরা। নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই আবেদন নাকচ করে দেন বলে তারা জানান। পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় শিক্ষার্থীরা সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন।

ক্যাম্পাসে মন্দির নির্মাণ ও শ্যামাপূজার অনুমতি না দেওয়া প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের বলেন, ‘শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। তবে এই ক্যাম্পাসে জায়গার মারাত্মক সংকট রয়েছে। আমরা কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের মাস্টার প্ল্যানে স্থায়ী উপাসনালয়ের স্থান রেখেছি। শ্যামাপূজার ক্ষেত্রেও নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বাবা হলেন হাসনাত আবদুল্লাহ
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

আরো

সম্পর্কিত খবর