Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে, জনগণ জানতে চায়: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ২০:১৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, উপদেষ্টাদের কল রেকর্ড কিভাবে পাওয়া গেল? কারা দিয়েছে? রাষ্ট্রের আর্টিকুলেশন পরিস্থিতি কী? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্ল্যাকমেইলিং। এই প্রশ্নের উত্তর জনগণকে জানাতে হবে। এগুলো নিয়ে মানুষের মনে অনেক সংশয় সৃষ্টি হয়েছে।

কোনোভাবেই যাতে গণতন্ত্রবিনাশী, মানবহত্যাকারী, শিশু হত্যাকারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের হত্যাকারীদের প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া যাবে না। যারা তাদেরকে সুযোগ দিবে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে। তার অনেক নমুনা আমরা দেখতে পাচ্ছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করে। সেই দলের নেতা বললেন, আমাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে। উপদেষ্টারা রাষ্ট্র চালাচ্ছেন, তাদের কল রেকর্ড আপনারা পেলেন কিভাবে? যদি এটা মিথ্যা হয়, তাহলে আপনারা ইসলামের নামে মিথ্যা কথা বলছেন, আর যদি সত্য হয়, তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে—এটাতো জনগণ জানতে চায়।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীচরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে ছুটে যাই। বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করেছেন এমন সংবাদ পেয়ে আমরা সেই পরিবারকে সহায়তা করতে এগিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য পাশে থাকব। আমরা বিএনপি পরিবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত।

রিজভী আরও বলেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। জটিল পরিস্থিতি পার করছি, তবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

তিনি জুলাই সনদ ও গণভোট নিয়ে সতর্ক করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। গণভোট ও অন্যান্য বিষয় নিয়ে বিলম্ব জনগণ ভালোভাবে নিচ্ছে না। গণতন্ত্রের পথে বাধা দেবে, ফ্যাসিস্টরা সেই সুযোগ পাবে না। ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে। না হলে কালোমেঘ এসে ঢেকে দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর