Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই স্মৃতিস্তম্ভে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২১:৪০

বক্তব্য দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়ের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: জুলাই সনদ সাক্ষরের আগেই জাতির সামনে প্রকাশ করা, রাষ্ট্রীয়ভাবে জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের বীর জুলাইযোদ্ধা উপাধি দেওয়া, গণহত্যাকারী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ও তাদের জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের পূর্ণ আইনি সুরক্ষা প্রদানসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জেলার শহিদ পরিবার ও জুলাইযোদ্ধারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়ের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা। অন্যদের বক্তব্য দেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই সনদ সাক্ষরের আগেই জাতির সামনে খসড়া উপস্থাপন করা, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করা ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহিদ, আহত ও যোদ্ধাদের কাঙ্খিত স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। উপরোক্ত দাবি না মানা হলে আগামীর বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি নষ্ট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর