Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধোঁয়া-দূষণ রোধে রাজধানীতে পরিবেশ অধিদফতরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২২:২১

পরিবেশ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, শব্দ ও বায়ুদূষণ রোধে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও, আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানু অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণ বিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকটি যানবাহনের চালককেও সতর্ক করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে বায়ুদূষণের দায়ে পাঁচটি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এ ধরনের দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর