পঞ্চগড়: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পঞ্চগড়ের তিনটি কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
কলেজগুলো হলো- বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ।
জানা গেছে, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় একজন, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন, যার মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।
মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, ‘আমাদের কলেজ শাখা ১৪ বছর ধরে এমপিওভুক্ত নেই। চার পাঁচ বছর ধরে কোনো শিক্ষক নাই। এ জন্য পাস করেনি।’
আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, ‘আমাদের কলেজের চারজনের মধ্যে দুইজন পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের পাস করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করব।’
বোদা পাইলট গালস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ‘ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, এ জন্য কেউ পাস করেনি।’
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী বলেন, ওই প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করবো। প্রয়োজনে তাদের প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করব। এ থেকে উত্তোলন করা যায় কিভাবে।