Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীর ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২৩:১২

লক্ষীচাপ সৃজনশীল কলেজ

নীলফামারী: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীতে ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

জানা যায়, এই ১০টি কলেজ থেকে ৪০ জন পরিক্ষার্থী অংশ নিয়েছিল।

প্রতিষ্ঠানগুলো হলো- জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল ও কলেজ, একই উপজেলার চাওড়াডাংগী উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলমুন্ডা আদর্শ কলেজের, কিশোরগঞ্জ উপজেলার নয়ান খাল স্কুল ও কলেজ, ডিমলা উপজেলার নাউতারা বালিকা স্কুল ও কলেজ, জেলা পরিষদ স্কুল ও কলেজ, সীমান্ত কলেজ, গয়াখড়িবাড়ী বালিকা কলেজ, নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ সৃজনশীল কলেজ ও সাতপাই হাই স্কুল ও কলেজ।

বিজ্ঞাপন

নাম সর্বস্ব এসব কলেজ স্থানীয় শিক্ষার্থীদের জীবন ধ্বংস করছে বলে অভিযোগ অভিভাবকদের। নীলফামারী সদরের লক্ষীচাপ গ্রামের সৃজনশীল কলেজে ছাত্রছাত্রী তো দূরের কথা ক্লাস রুমে নেই কোনো চেয়ার বেঞ্চ বা শিক্ষা উপকরণ। কলেজটির জমিদাতা মজিবুল ইসলাম অভিযোগ করেন, এখানে প্রিন্সিপ্যাল-প্রফেসর কেউ নাই। ছাত্ররা কে কোথায় পরীক্ষা দিল এ ব্যাপারে কিছু জানেন না তিনি।

অভিভাবক নূর উদ্দীন বলেন, ‘দীর্ঘদিন ধরে কলেজটি বন্ধ অবস্থায় আছে। ছেলে মেয়েদের লেখাপড়ার কিছুই হচ্ছে না। এই ধরনের কলেজ এলাকায় শিক্ষার্থীদের জীবন নষ্ট করছে। এমন কলেজ থাকার চেয়ে না থাকা ভালো।’

ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে একসময় অনেক ছাত্র ছিল। নিয়োগকে কেন্দ্র করে শিক্ষকদের আভ্যন্তরীণ রাজনীতিতে লেখাপড়া, ছাত্র সংখ্যা সবই শূন্যের কোঠায় বলে জানাচ্ছিলেন কলেজের প্রভাষক মো. জাকারিয়া ইসলাম।

এই কলেজের অনেক শিক্ষক ২০২৪ সালের আগস্ট অভ্যুত্থানের পর থেকে আর কলেজে আসেন না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর