Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান
ঐতিহাসিক মুহূর্তে অংশ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২৩:৫৭

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের সব টেলিভিশন ও অনলাইন মিডিয়াকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে বাংলাদেশের প্রতিটি মানুষকে ঐতিহাসিক এই মুহূর্তে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা সকল টিভি এবং অনলাইন মিডিয়াকে ১৭ অক্টোবর, শুক্রবার, বিকাল ৪ টায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রতিটি বাংলাদেশি-আপনারা যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে- অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন!’

তিনি আরও বলে, ‘আমরা দেখাতে চাই, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।’

ড. ইউনূস উল্লেখ করেন, এখন সময় আমাদের একসাথে উদযাপন করার-ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার!

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর