রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মেয়েদের ৫ টি আবাসিক হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান রিটার্নিং অফিসার সেতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মেয়েদের ঘোষিত ৫টি হলে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৩৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৯০৬ ভোট।
এসব কেন্দ্রে রাকসুর জিএস পদে (স্বতন্ত্র) সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ২৮৫১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ১৭৪১ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ১৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৩২৯ ভোট।
এর আগে মন্নুজান, বেগম রোকেয়া ও তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়েদের মোট ৬টি আবাসিক হল রয়েছে। এখন বাকি রয়েছে জুলাই ৩৬ হলের ফল।