আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দুদিন আগে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে বিমানবন্দরেও। আরব আমিরাত ফেরত ক্রিকেট দলকে বেশ হেনস্তাই করেছিলেন সেখানে উপস্থিত জনতা। এবার গুঞ্জন উঠেছে, সেই রাতে বিমানবন্দরে উপস্থিত ক্ষুব্ধ সমর্থকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত ১৫ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার পর ওপেনার মোহাম্মদ নাঈমসহ কয়েকজন ক্রিকেটারকে হেনস্তা করেছেন একদল লোক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কিছু লোক নাঈম শেখের গাড়ির খুব কাছে গিয়ে ‘ভুয়া, ভুয়া’ বলে দুয়ো দিচ্ছে, সঙ্গে ছিল অশ্রাব্য শব্দও। একই দৃশ্য দেখা গেছে তাসকিন আহমেদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর গাড়ির আশপাশেও।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন, যত রাগই থাকুক ক্রিকেটারদের এভাবে হেনস্তা করার অধিকার সমর্থকদের নেই।
বিসিবির কিছু সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ক্রিকেটারদের হেনস্তাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের কাউকে কাউকে গ্রেফতারও করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে মিরপুরে হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু আপত্তিকর পোস্টও নজরে এসেছে বিসিবির। সিরিজের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হবে বলেই জানা গেছে।
আগামী ১৮ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।