Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ সই
আইনি ভিত্তি ও দায়মুক্তির দাবি নিয়ে মঞ্চে অবস্থান জুলাই যোদ্ধাদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১২:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি ও জুলাই যোদ্ধাদের দায়মুক্তির দাবিতে জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চে অবস্থান নেন তারা।

জানা গেছে, সকাল ১১টার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা এখন মঞ্চে অবস্থান করছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সাত মাস সংলাপের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। আজ বিকেল ৪টার পরে জমকালো অনুষ্ঠানে সংলাপে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিদের জুলাই সনদে সই করার কথা রয়েছে। এ জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

বিজ্ঞাপন

তবে বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তির নিশ্চয়তা, নোট অব ডিসেন্টসহ কয়েকটি বিষয় অমীমাংসিত থেকে যাওয়ায় শেষ পর্যন্ত জুলাই সনদে সব দলের সই করা নিয়ে সংশয় ও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এদিকে, বাস্তবায়ন আদেশ ও আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে সই না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর নোট অব ডিসেন্টসহ সনদে সই করবে না বলে জানিয়েছে চার বাম দল।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর