Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৪:২১

নদী ভাঙ্গন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর-হাতিয়া নদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে সুবর্ণচর এবং হাতিয়া উপজেলার স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সুবর্ণচর উপজেলার হাজী মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী মো. সামাদ উদ্দিন চাঁদ মিয়া, ফাতেমা খাতুন,জান্নাতুল ফেরদৌসি, মাইমুনা আক্তার, শিক্ষিকা রোমানা আক্তার, আশ্রাফুল ইসলাম রাকিব, পিংকি রানী, আজাদ হোসেন আনসারী, মোবারক করিম, হাতিয়ার বিশিষ্ঠ সমাজ সেবক এমকে বেলাল হোসেন, বোরহান শিকদারসহ প্রমূখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে সুবর্ণচর এবং হাতিয়া নদীর পাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষের ঘরবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এতে হাজারর হাজার পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাই অতি দ্রুত জিও ব্যাগ পেলে নদী ভাঙ্গন রোধ করে লাখ লাখ মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর