জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ সই’ অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থানরত ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও তাদের মধ্যে সংঘর্ষ, পালটাপালটি ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ সদস্যরা এ সময় অবস্থানকারীদের লাঠিপেটা করেন বলে জানা যায়।
দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের রাস্তা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
আহত ‘জুলাই যোদ্ধারা’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তারা ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে মঞ্চের সামনে অবস্থান নিয়েছিলেন। অবস্থানকারীদের বেশির ভাগই একই রঙের পোশাক ও টুপি পরেছিলেন।
সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ, বিস্ফোরণ ও আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থল থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- পুলিশের লাঠিচার্জে আহত জুলাইযোদ্ধারা। ছবি: সারাবাংলা
- ছবি: সারাবাংলা