Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংগীতের মধ্য দিয়ে জুলাই সনদ সই অনুষ্ঠান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৭:০৯

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ সই’ অনুষ্ঠানের মঞ্চ। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হলো ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সই অনুষ্ঠান।

‎শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের প্রায় ৩৫ মিনিট পরে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো এ সনদে সই করবেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত রয়েছেন।

‎এদিকে, অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

‎জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর