Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি: ড. হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৭:৪০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা: অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্য সেবা। কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি বরং স্বাস্থ্যখাতকে সরকার দলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শোষিত-বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মমূখী প্রশিক্ষণ, যুকবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা (সুদবিহীন ঋণ), শিক্ষা সহায়তা, বন্যা-নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী অন্যদের মতো রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আগামীতেও করবে।

শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর ফোরামের সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সেগুনবাগিচা সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, মহানগরী পেশাজীবী নেতা সরদার আব্দুল কাদের, পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়ল্লাহ, স্বাস্থ্য বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. আবুল খায়ের, শাহবাগ পূর্ব থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর