Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু দল ডিস্টার্ব করছে, শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে না আসাটা ডিস্টার্বের অংশ’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৮:৩৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদ ভবনে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে, আমরা লক্ষ্য রাখছি। শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে কারও না আসাটা আসলে ডিস্টার্বের অংশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সংসদ ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটি বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সব সময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই এই সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সই অনুষ্ঠানে কারও না আসাটা আসলে ডিস্টার্বের অংশ।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেন।

তবে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি।

প্রসঙ্গত, ‘জুলাই সনদ’ গণতান্ত্রিক উত্তরণ ও নতুন সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রণীত একটি চুক্তিপত্র।

বিজ্ঞাপন

জুলাই সনদে সই করেনি যেসব দল
১৭ অক্টোবর ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর