Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউল সম্রাট লালন স্মরণে ময়মনসিংহে গানের আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৯:৩৭

গানের আসরে বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: সারাদেশের মতো বিভাগীয় জেলা ময়মনসিংহে পালিত হয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম জাতীয় লালন তিরোধান দিবস।

দিবসটি নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি এলাকায় ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মনোজ্ঞ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। গানের আসরে এ অঞ্চলের খ্যাতনামা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।

উপস্থিত বাউল শিল্পীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে লোকজ বাউল সংগীত পরিবেশনা মানুষের মাঝে লালন চেতনা ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হতে পারে।

তারা বলেন, ‘আমাদের বাউল গান শুধু কুষ্টিয়া বা দেশের ভেতরে নয়, এটি বিশ্বের অনেক দেশেই সমাদৃত। ইউনেস্কো এ বিখ্যাত গানের স্বীকৃতি দিয়েছে। বিখ্যাত বাউল সম্রাটের এ সৃষ্টিকে আমরা যেন ভুলে না যাই, হারিয়ে না যায় এবং আরো উজ্জীবিত করতে দেশব্যাপী এ ধরনের আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ মনিষী ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। ২০২৫ সাল থেকে ১৭ অক্টোবর দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। এর আগে দিবসটি আঞ্চলিকভাবে কুষ্টিয়াতে পালিত হতো।

মনোমুগ্ধকর এ বাউল গানের আসরে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকশ্রোতা ভিড় করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

এক বাটি পপকর্ন আর এক গাল হাসি
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর