Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফএও’র মহাপরিচালকের সঙ্গে কৃষি উপদেষ্টার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২০:১৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২২:০০

ঢাকা: জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এর কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক কু ডংইউ এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১৭ অক্টোবর) ইতালির রোমে এই বৈঠক হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মত গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে অংশগ্রহণে আমন্ত্রণের জন্য সংস্থার প্রধানকে ধন্যবাদ জানান।

উপদেষ্টা বাংলাদেশের কৃষিখাতে এফএও এর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি দেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রফতানিমুখী কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকরতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

এফএও এর মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন। বৈঠকে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ দুই পক্ষের প্রতিনিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর