ঢাকা: দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিল না আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে অনেক ভালো লাগত। কয়েক মাস ধরে আলোচনার পর আজ সনদের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। এনসিপি ও জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্টরা উপস্থিত থাকলে উদ্যোগটি আরও শক্তিশালী হতো।’
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন এখনো সক্রিয় আছে, তাই এনসিপির সামনে সনদে যোগ দেওয়ার সুযোগ উন্মুক্ত।’
আসিফ নজরুল বলেন, ‘যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, তাই চাইলে এনসিপি পরে গিয়েও সনদে সই করতে পারবে।’
এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ‘জুলাই সনদকে তারা কোনো জাতীয় ঐক্যের প্রতিফলন হিসেবে দেখছেন না।’
তিনি বলেন, ‘শুধু কয়েকটি রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয় না। জুলাই সনদে যারা সই করছে, তারা এটিকে ঐক্য বলে দাবি করছে—কিন্তু আমরা তা মনে করি না।’
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, দলটি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না।
তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জন হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতা। তাই আমরা অংশ নিচ্ছি না। তবে ঐকমত্য কমিশনের সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে, সেখানে আমরা অংশ নিয়ে আমাদের দাবি উপস্থাপন করব।’
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এ সই করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি। এই সনদে গণতন্ত্র, সুশাসন ও নাগরিক অধিকারের নতুন কাঠামো প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে।