Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২০:৫৫

চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির সময় বিমলা পোদ্দার (৬৫) নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬), শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু (২৯), কাহালু উপজেলার পোগইল এলাকার নাছির উদ্দীনের ছেলে ইমরান (৩১) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫)।

বিজ্ঞাপন

এদের মধ্যে আসামি বাহালুল ইসলাম রাজুর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট চারটি মামলা রয়েছে। ইমরানের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির একটি মামলা ও জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৬টি মামলা বিচারাধীন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোরব) গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা (৬২)-এর বাড়িতে ৫ থেকে ৭ জন ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে। ডাকাতরা নগদ আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এ সময় ডাকাত দল বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ঘটনার পর জেলা পুলিশের ডিবি টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেফতার করে। গ্রেফতারদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়। বকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর