Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনশনরত শিক্ষকদের মেডিকেল সহায়তা দেবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২১:০৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২১:২৫

ছবি: সংগৃহীত

ঢাকা: বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ করার দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি জানান, অনশনরত শিক্ষকদের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। তাই এনসিপির হেলথ উইংয়ের প্রধান ডা. মো. আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক শিক্ষকদের পাশে থাকবে।

এই মেডিকেল টিমে আরও থাকবেন এনসিপি হেলথ উইংয়ের সমন্বয়কারী ডা. ইউসুফ জামিল তিহান, ডা. হুমায়ুন কবির সরকার হিমু, এবং ডা. মো. আব্দুস সালাম।

বিজ্ঞাপন

জয়নাল আবেদীন শিশির বলেন, ‘আপনারা জানেন, তিন দফা দাবিতে শিক্ষকেরা টানা ছয় দিন ধরে মাঠে রয়েছেন। তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় আমরা তাদের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে দাঁড়িয়েছি।’

এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশন করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর