Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২১:১৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২৩:৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘এখন ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হতে পারে।’

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর