Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসুর ফলাফল মেনে বিজয়ীদের ছাত্রদলের আবীরের অভিনন্দন

রাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২৩:১৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০১:১৫

শেখ নূর উদ্দিন আবীর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের উদ্দেশে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘বিজয়ী সকল প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা বিশ্বাস করি, মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন—একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থী-বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন।’

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ বার্তা দেন তিনি।

আবীর বলেন, ‘রাকসু নির্বাচনে আমাদের প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আমাদের ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিই কৃতজ্ঞতা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি প্রচেষ্টা ও সমর্থন আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। এই নির্বাচন ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও অংশগ্রহণের প্রতীক।’

রাকসু নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে নিকটতম অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি ভোট।

এদিকে নব নির্বাচিত রাকসু প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ফেসবুকে লিখেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত। সকলের এতো বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম,আছি এবং থাকব।’

উল্লেখ্য, এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তাঁর নিকটতম ভোট পেয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের জাহিন বিশ্বাস এষা। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর