ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাইযোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাইযোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচির ঘোষণা করেন।
তিনি জানান, আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ এবং তাদের তিন দফা দাবির বাস্তবায়নের জন্য আগামী রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। সৌরভ সাধারণ জনগণকে আহতদের সঙ্গে একযোগে অংশগ্রহণের আহ্বান জানান।
৩ দফা দাবি হলো-
- জুলাই শহিদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি।
- আহত ও পঙ্গুত্ব বরণকারীদের ‘বীর’ মর্যাদা দিয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান।
- আহত ও শহিদ পরিবারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আহতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলা ও হয়রানি বন্ধ রাখতে দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ২৬ মিনিটে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে।