আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়শের লজ্জার নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার মিশনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মেহেদি হাসান মিরাজের দল। ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ কীভাবে উপভোগ করতে পারবেন সমর্থকরা?
আজ মিরপুর স্টেডিয়ামে দুপুর ১.৩০ মিনিটে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের সবগুলো ম্যাচই উপভোগ করা যাবে টিভি ও অনলাইনে। টেলিভিশন পর্দায় এই সিরিজের খেলা দেখতে হলে চোখ রাখতে হবে নাগরিক টিভি ও টি স্পোর্টসে।
টিভির পাশাপাশি অনলাইনেও উপভোগ করা যাবে ওয়ানডে সিরিজ। ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি এই ম্যাচগুলো দেখতে পারবেন দর্শক।
এই সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সবচেয়ে কম খরচে টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারির, যার মূল্য ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়।
সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা। এছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২,৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লকের টিকিট মিলবে ১,৫০০ টাকায়।
২১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ২৩ অক্টোবর। আজকের ম্যাচের মতো এই দুই ম্যাচও হবে মিরপুর স্টেডিয়ামে।