Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ০৯:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে দলের মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদে সই না করা এবং দলটির অবস্থান নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে এনসিপি তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপ তুলে ধরবে আজকের সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, ১৭ অক্টোবর ঘোষিত ঐতিহাসিক জুলাই সনদে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সই করলেও এনসিপি এতে যোগ দেয়নি। দলটি জানিয়েছিল, সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ রূপরেখা ও পদ্ধতি না দেখে তারা সই করতে চায় না। এনসিপি মনে করে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয়, বরং এটি নতুন প্রজাতন্ত্র গঠনের ভিত্তি স্থাপন করতে পারে।তাই এর আইনি ও কার্যকর বাস্তবায়ন কাঠামো জরুরি।

বিজ্ঞাপন

আজকের সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃত্ব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও জাতীয় ঐক্যমতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর