ঢাকা: বিশ্বের প্রধান দূষিত শহরগুলোর তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুগুণ নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
তালিকায় ঢাকার উপরে রয়েছে পাকিস্তানের লাহোর (২৭০), ভারতের দিল্লি (২১৫) ও কলকাতা (১৮৬) এবং উজবেকিস্তানের তাশখন্দ (১৮২)।
বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন ঢাকার বায়ু মানকে দ্রুত খারাপ করে তোলে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন ও নিয়ন্ত্রণহীন ইটভাটা পরিস্থিতিকে আরও জটিল করছে।
ঢাকার বর্তমান বায়ু মান শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বায়ুদূষণ রোধে এরই মধ্যে নতুন বায়ু ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, তবে এর বাস্তবায়নে সময় লাগবে।