Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির মধ্যে আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১১:১৪

হামলায় বিধ্বস্ত এলাকা। ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৪০ জন নিহত ও  ১৭০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও আছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। তালেবান সরকার অভিযোগ করেছে, ইসলামাবাদ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। সংবাদসংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।

এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তান এর প্রতিশোধ নেবে।’

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

অন্যদিকে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তাদের বাহিনী আফগান সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংলগ্ন হাফিজ গুল বাহাদুর গ্রুপ।

গত সপ্তাহে সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষে উভয়পক্ষই একে অপরের ওপর বহু হতাহতের অভিযোগ তোলে। বুধবার (১৫ অক্টোবর) দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর