Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলায় এনসিপির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:৫০

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

ঢাকা: জুলাই সনদ সই অনুষ্ঠানের দিন আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (১৮ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

আখতার বলেন, জুলাই সনদের অনেকগুলো দিক নিয়ে সইয়ের আগে সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়ন বিষয়টি অনুল্লিখিত থাকায় জাতিকে তা ধোঁয়াশার মধ্যে রেখেছে। তাই আমরা সই করিনি। তবে ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে আমরা পরবর্তী আলোচনায় অংশ নেব।

তিনি আরও বলেন, এনসিপি বাংলাদেশে স্বৈরশাসনকে প্রত্যাখ্যান করে একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে, এবং এর জন্য রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য। দলটির মূল দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা, যা সনদ সই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আখতার হোসেন সতর্ক করে দেন, আইনি ভিত্তি ছাড়া সনদটি ভবিষ্যতে সাংবিধানিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তিনি বলেন, ‘আমরা চাই, এই সনদ যেন জনগণের আশা-আকাঙ্ক্ষার দলিল হয়, কোনো রাজনৈতিক আপস নয়।’

এ সময় তিনি শহিদ পরিবার ও আহত আন্দোলনকারীদের প্রতি অসম্মানজনক আচরণ এবং জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর নিন্দা জানান।

সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা পূরণে এবং জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা দূর করতে সরকার প্রধানের উচিত দ্রুত একটি ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর