Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুর ধাক্কার পর বাংলাদেশের ধীরগতির ব্যাটিং

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৫:১৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:২৫

২ উইকেট হারানোর পর লড়াই করছেন শান্ত-হৃদয়

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকছিলেন ওপেনাররা। দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৩ রানে শেফার্ডের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন সাইফ। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা আরেক ওপেনার সৌম্য সরকারও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৪ রান করে তিনি ফেরেন সেলসের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে।

বিজ্ঞাপন

৮ রানে পরপর দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশের হাল ধরেছেন হৃদয়-শান্ত। এই জুটি কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও লম্বা সময় আর কোন বিপদ হতে দেননি।

ক্যারিবিয়ান বোলারদের ভালোভাবে সামলেই তৃতীয় উইকেটে এই দুইজন যোগ করেছেন ৭১ রান। ৭৯ রানে এই জুটি ভাঙে। ৩২ রান করা শান্তকে এলবিডব্লিউ করেন পিয়েরে।

৩৬ রানে অপরাজিত আছেন হৃদয়। ২ রান করে তার সঙ্গী অভিষেক হওয়ার মাহিদুল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর