মিরপুরের পিচ কেমন হবে, সে নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই ছিল নানা আলোচনা। ম্যাচের আগের দিন কালো পিচ অনেকের চোখই কপালে উঠেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই পিচেই বাংলাদেশের মন্থর ব্যাটিং প্রদর্শনীর দেখা মিলল। তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির সুবাদে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
দুই বছর পর আজ মিরপুরে মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকছিলেন ওপেনাররা। দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৩ রানে শেফার্ডের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন সাইফ। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা আরেক ওপেনার সৌম্য সরকারও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৪ রান করে তিনি ফেরেন সেলসের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে।
৮ রানে পরপর দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশের হাল ধরেছেন হৃদয়-শান্ত। এই জুটি কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও লম্বা সময় আর কোন বিপদ হতে দেননি।
ক্যারিবিয়ান বোলারদের ভালোভাবে সামলেই তৃতীয় উইকেটে এই দুইজন যোগ করেছেন ৭১ রান। ৭৯ রানে এই জুটি ভাঙে। ৩২ রান করা শান্তকে এলবিডব্লিউ করেন পিয়েরে।
হৃদয় ফিরেছেন হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই। ৯০ বলে ৫১ রানের ধীরগতির ইনিংস খেলেছেন তিনি। অভিষিক্ত মাহিদুলও খেলেছেন টেস্ট মুডে। ৭৬ বলে তিনি করেছেন ৪৬ রান।
শেষের দিকে রিশাদ হোসেনের ২ ছক্কায় ১৩ বলে ২৬ রানের সুবাদে ২০০ রান পেরোয় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সেরা বোলার জেডন সিলস।