নোয়াখালী: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী -৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকারের সমর্থনে বিশাল নির্বাচনি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক সৈকত সরকারি কলেজ মাঠে সমবেত হন। সেখান থেকে শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরজব্বার ইউনিয়নের ফিরিঙ্গিবাজারে এসে শেষ হয়।
এ সময় জামায়াত প্রার্থী ইসহাক খন্দকার বলেন, ‘মুল প্রচারনা হবে নির্বাচনি তফশিল ঘোষণার পর। আজ এই প্রচারনায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করছে জনগণ পরিবর্তন চায়। নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের উন্নয়ন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই ‘
শোডাউনে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, নোয়াখালী শহর জামাত ইসলামীর আমীর মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি জেনারেল জামান উল্লাহ মুকুল ও স্থানীয় নেতাকর্মীরা।
শোডাউনে অংশ নেওয়া সুবর্ণচর উপজেলা জামাতের আমীর মাওলানা জামাল উদ্দিন বলেন, এই গণজোয়ারই প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।