Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভোটদানে সহযোগিতা চাইলেন হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:১৯

মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

ঢাকা: আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সবার সহযোগিতা কামনা করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নিয়ে তিনি এই সহযোগিতা কামনা করেন।

শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ‍্য দেওয়া ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মূখ‍্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব্য দেন।

মতবিনিময় এর উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি তার বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মঞ্জুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বিপুল সংখ‍্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় আইআইইউএমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি মালয়েশিয়ার সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইআইইউএম’র সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বাংলাদেশের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে তাদের তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরে হাইকমিশনার শিক্ষার্থীদের হাইকমিশনের বিভিন্ন সেবা ও ভোটদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর