সিলেট: সিলেটে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিনের প্রচণ্ড রোদ ও গরমে ভোগান্তিতে পড়েছে নগরবাসীসহ আশপাশের এলাকার মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ায় তাপমাত্রা দ্রুত বাড়ছে। দুপুরের দিকে সূর্যের তেজ বাড়তে থাকায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। ভ্যাপসা গরমে দরদরিয়ে ঘাম ঝরছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের।
শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, লোকজন ছাতা, টুপি কিংবা গামছা ব্যবহার করে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। ঠান্ডা পানীয়, আখের রস ও আইসক্রিমের দোকানগুলোতে বাড়ছে ভিড়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি অমর তালুকদার বলেন, আগামী এক-দুই দিন সিলেটের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও আপাতত খুবই কম। ফলে স্বস্তির বৃষ্টি পেতে অপেক্ষায় থাকতে হতে পারে সিলেটবাসীকে।
তিনি আরও বলেন, ২৪ তারিখের পরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা আস্তে আস্তে কমতে পারে।