কুমিল্লা: কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের অংমগ্রহণে এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই সমাবেশ নগরীর পূবালী চত্বর ছাড়িয়ে লিবার্টি চত্বর, রানীরবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ হয়ে টমছম ব্রিজ সড়ক পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ হাতে ‘কুমিল্লা নামে বিভাগ চাই’ লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশকে ঘিরে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে মহানগরীর সব মার্কেট ও শপিংমল প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়।
প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, ‘কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। এ দাবি পূরণ হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল আহমেদসহ বিএনপি, জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও হেফাজতে ইসলামের নেতারা।