Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসলামের নামে’ ধোঁকা সহ্য করবে না মুসলমানরা: আবুল খায়ের ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৩৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুলভাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে। একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নবীগঞ্জ মাদরাসা মাঠে মহিলা দল এই সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সমস্ত কথা যারা বলে তারা বেইমান মোনাফেক।’

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটি দল বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, গ্রামেগঞ্জে ভোট কুড়িয়ে বেড়ায় আর প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়, এটা হলো স্ববিরোধী। অন্তরে এক আর বাহিরে আরেক। এ ধরনের যারা দ্বিচারিতার অধিকারী, তাদের সম্পর্কে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।

সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর