Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, নেভাতে সময় লাগবে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২৩:২১

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘ প্রচুর বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। আমরা এখন সম্পূর্ণ নির্বাপণের কাজ করে যাচ্ছি। আগুন সম্পূর্ণ নির্বাপণ না করা পর্যন্ত এখানে থাকব।’

বিজ্ঞাপন

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘আগুনে কোনো নিহত নেই। দু’জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। এছাড়া, অন্যান্য আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা বিভিন্নভাবে আগুন নেভানোর কাজে আমাদের সহযোগিতা করেছেন।’

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। সম্পূর্ণ আগুন নেভানোর পর বিষয়টি জানতে পারব।’

ফ্লাইট চালু হতে সময় লাগবে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ও ডোমেস্টিক ফ্লাইট চালু হয়ে গেছে। কোনো সমস্যা নাই, যে যার গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করছি।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর