Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, ৩ জেলে গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২৩:৫৪

৭-৮টি নৌকায় প্রায় ৫০-৬০ জন জেলে লাঠিসোটা ও ইট নিয়ে অভিযানকারীদের ওপর চড়াও হয়

‎বরিশাল: ‎বরিশালের কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেদের হামলার ঘটনা ঘটেছে। পালটা গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

‎শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে চড়াও হয় বেপরোয়া জেলেরা।

এ ঘটনায় আত্মরক্ষার্থে অভিযান পরিচালনাকারী দল ২০ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলি চালানোর পরও তারা হামলা চালিয়ে যায়। সূত্রে জানা গেছে, গুলিবর্ষণে হামলাকারী ৩ জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

‎অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ তিনটি স্পিডবোট নিয়ে তারা কালাবদর নদীতে অভিযান চালান। বিকেল সোয়া ৫টার দিকে একটি নৌকা থেকে জাল ফেলতে দেখা গেলে অভিযানিক দলটি ধাওয়া করে। তখন জেলেরা নৌকা নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে নদীতে ফেলা জাল উত্তোলনের সময় ৭-৮টি নৌকায় প্রায় ৫০-৬০ জন জেলে লাঠিসোটা ও ইট নিয়ে অভিযানকারীদের ওপর চড়াও হয়। তারা বেপরোয়াভাবে ইট নিক্ষেপ করতে থাকে। এতে স্পিডবোটের চালক মামুন আহত হন। আত্মরক্ষার জন্য সঙ্গে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। তারা ১৮ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড সিসা বুলেট নিক্ষেপ করে।

‎তিনি আরও বলেন, ‘গুলিতে কয়েকজন আহত হলে তারা পালিয়ে যায়। খবর পেয়েছি, একজন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে, তা নিশ্চিত নই।’

‎আজহারুল ইসলাম আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য দফতরকে পরামর্শ দেওয়া হয়েছে।’

‎সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘হামলাকারীদের কাউকে চিনতে পারিনি। তাই আপাতত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর