Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২৩:৫৭

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই শিশুই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা হলো- নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় দু’জন। আধাঘণ্টা পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর আরও একটি শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। দ্রুত দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর