Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪টি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৩:১৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:১৯

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দুটি বুলেটপ্রুফ প্রাইভেট কার ও দুটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমোদন পেয়েছে দলটি।

রোববার (১৯ অক্টোবর) বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর গণমাধ্যমকে বলেছেন, ‘নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপি দলীয়ভাবে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও আবেদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আবেদনটি এখনো বিবেচনাধীন রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে