Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুখ্যাত ছিনতাইকারী ‘গুন্ডা সাগর’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:০৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৯

পুলিশের জালে ‘গুন্ডা সাগর’। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের সক্রিয় কুখ্যাত ছিনতাইকারী ‘গুন্ডা সাগর’ নামে পরিচিত মো. সাগর (২৮)-কে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের নির্দেশনায় এএসআই মো. কবির তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে পশ্চিম জয়দেবপুর মুন্সিপাড়া এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাগর গাজীপুর সদর থানার পশ্চিম জয়দেবপুর মুন্সিপাড়া এলাকার মো. মামুন মিয়ার ছেলে এবং মোছাঃ লতা বেগমের সন্তান। দীর্ঘদিন ধরে সে তার সহযোগী দলবল নিয়ে জয়দেবপুর এলাকার বিভিন্ন অলিগলিতে ছিনতাইয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ‘সাগরের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নয়টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। সম্প্রতি জয়দেবপুরের শিববাড়ি মোড়ের ইসলামী ব্যাংকের পাশ থেকে তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায়ও সে সরাসরি জড়িত।’

তিনি আরও বলেন, ‘গাজীপুরে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’

গ্রেফতারের পর সাগরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর