Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্গো ভিলেজে আগুন: ওষুধ শিল্পের ১ লাখ ডলারের কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৯

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়ে প্রায় ১ লাখ ডলারের ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

রোববার (১৯ অক্টোবর) আগুন লাগার ঘটনাস্থলে এ আশঙ্কার কথা প্রকাশ করেন রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এম/এস এজ জি এস কোম্পানি নামে সিএনএফ এজেন্ট প্রতিষ্ঠানটির কাস্টম সরকার মাহাতাব উদ্দিন।

তিনি বলেন, ‘দেশের নামিদামি ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য আমরা কাঁচামাল আনি চীন, ভারত ও জার্মানি থেকে। এই তিন দেশ থেকে আসা ওষুধ শিল্পের কাঁচামালের ২০টি শিপমেন্ট ভেতরে ছিল। আজকে থেকে এসব মালামাল খালাস করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর গোডাউনে পৌঁছে দেওয়ার কথা ছিল।’

বিজ্ঞাপন

মাহাতাব বলেন, ‘আশঙ্কা করছি সব পুড়ে ছাই হয়ে গেছে। ২০টি শিপমেন্টে প্রায় চার থেকে পাঁচ হাজার কেজি কাঁচামাল ছিল, যার অর্ডার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ডলার। এছাড়া যত প্রকার ওষুধ তৈরি হয় দেশে, যেসব ওষুধের কাঁচামাল ছিল, এখন এটার একটা ব্যাপক প্রভাব পড়বে ওষুধ তৈরির ক্ষেত্রে এবং মাঠ পর্যায়ে।’

তিনি বলেন, ‘আজকে মালামাল গুলো খালাস করার কথা ছিল। মাল আগুনে পুড়ে যাওয়ায় আমাদের কোম্পানিরও বিশাল অংকের টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে সব ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান মালামাল নিয়ে আসে, তাদের মালামাল যদি এভাবে পুড়ে যায়, তাহলে তো আমরা ব্যবসা পাব না।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ