চাঁপাইনবাবগঞ্জ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বিশ্বরোড মোড়ে শাহ নেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ব্যানার নিয়ে অংশ নেন। তারা সরকারের প্রতি ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। সরকারি চাকরিজীবীদের মতো তারা সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পান না। অথচ দেশের শিক্ষা উন্নয়নে এই শ্রেণির শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষকরা দেশের মেরুদণ্ড হলেও আজ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামতে হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।
মানববন্ধনে বক্তারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষক সমাজকে ভয়ভীতি দেখিয়ে দাবি-দাওয়া দমন করা যাবে না। শিক্ষকদের মর্যাদা রক্ষায় ও ন্যায্য প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে জেলা নজেকশিস নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. ওবাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, শহীদ স্মৃতি ডিগ্রি করেজের রাস্ট্র বিজ্ঞানের প্রভাষক মো. মেহেদী হাসান ও শাহৃনেয়াতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলমসহ অনেকেই।