Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দুই ম্যাচে নাসুমকে দলে নিল বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৭:০১

শেষ দুই ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াডে নাসুম

মিরপুরের কালো পিচ বিতর্কের জন্ম দিয়েছিল সিরিজ শুরুর আগেই। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনুমেয়ভাবেই দাপট দেখালেন দুই দলের স্পিনাররা। আর এতেই কিনা পরের দুই ম্যাচে জন্য স্কোয়াডে ডাক পড়ল স্পিনার নাসুম আহমেদের।

১৬ জনের বাংলাদেশ স্কোয়াডে স্পিনার ছিলেন তিনজন। রিশাদ, মিরাজ, তানভির তিনজনই খেলেছেন প্রথম ম্যাচে। এর মধ্যে রিশাদ একাই নিয়েছেন ৬ উইকেট। মিরাজ ১৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তানভিরও নিয়েছেন একটি উইকেট।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও থাকবে একই ধরনের পিচ। আর এজন্যই শেষ দুই ওয়ানডের জন্য বাড়তি স্পিনার দলে ভেড়ালো বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম তাই দলে ডাক পেয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে নাসুমের উইকেট ১৬টি। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দা সিরিজ হয়েছিলেন৩০ বছর বয়সী নাসুম।

আগামী ২১ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর