Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউশনির বাসায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ২০:৩২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২০:৩৮

নিহত শিক্ষার্থী জুবায়েদ হোসেন

ঢাকা: পুরান ঢাকার বংশাল আরমানিটোলা এলাকায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলা পানির পাম্পের গলিতে তার টিউশনির বাসায় ঘটনাটি ঘটে। ওই বাসার সিড়িতে রক্তাক্ত অবস্থায় তিনি মারা যায়। পরে সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

নিহত জুবায়েতের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। ওই শিক্ষার্থী কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আরমানিটোলা এলাকার একটি বাসার সিড়িতে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহতের হয়েছেন। ওই বাসায় সে টিউশনি করতো। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর