ঢাকা: দেশব্যাপী ‘বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫’ ও ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫’ পালিত হবে সোমবার (২০ অক্টোবর)। দিনটি পালনে র্যালি ও জাতীয় পর্যায়ে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
রোববার (১৯ অক্টোবর) বিবিএস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’। এ বিষয়ের মাধ্যমে মূলত মানসম্মত ও যথাযথ পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিবিএস জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সাল থেকে প্রতি ৫ বছর অন্তর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন হয়ে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস একীভূত করে ২০ অক্টোবর দিবসটি পালন করা হচ্ছে।
বিবিএস জানায়, সোমবার দিনের শুরুতে সকাল সাড়ে ৮টায় র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি পরিসংখ্যান ভবন থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিসংখ্যান ভবনে এসে শেষ হবে।
র্যালি শেষে সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহযোগিতায় অনুষ্ঠেয় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিবিএস বলেছে, প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থার সাথে তাল মিলিয়ে অবাধ তথ্য প্রবাহের এ যুগে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন ও জনকল্যাণ নিশ্চিতকরণের জন্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান তথ্য-উপাত্তের চাহিদা পূরণকল্পে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস নিয়মিতভাবে বিভিন্ন আর্থসামাজিক, জনমিতিক ও সামষ্টিক অর্থনীতি প্রভৃতি সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে এ দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বর্তমানে সকল শুমারি ও জরিপ কার্যক্রম Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরিচালনা করছে। শুমারি ও জরিপে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ফলে রিয়েল টাইম মনিটরিং নিশ্চিতের মাধ্যমে তথ্যের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি দ্রুত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, বিবিএস প্রযুক্তিনির্ভর অভিযাত্রায় কৌশলগত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস (ISDW), বিগ ডেটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, জিআইএস ল্যাবরেটরি, মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব, ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট (DRS), কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা স্কিল উন্নয়ন উদ্যোগ এবং ওয়েবভিত্তিক ডেটা সার্ভিসসমূহের মাধ্যমে বিবিএস একটি সমন্বিত, টেকসই ও অত্যাধুনিক পরিসংখ্যানিক পরিবেশ প্রতিষ্ঠা করবে। এ সকল উদ্যোগ বস্তুনিষ্ঠ পরিসংখ্যান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।