Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমঘটিত কারণে জবি ছাত্রদল নেতা খুন— ধারণা সহপাঠীদের

জবি করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০০:০৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

ছুরিকাঘাতে নিহত জবির ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: টিউশনি করাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তার এই হত্যাকাণ্ডকে প্রেমঘটিত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সহপাঠীরা।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনি করাতে গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। পরে আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে তিনি তৃতীয় তলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এদিন রাতে জুবায়েদের বন্ধু কৌশিক বলেন, ‘হঠাৎ আমার মেসেঞ্জারে রিকোয়েস্ট আসে। আমি অ্যাকসেপ্ট করলে একটি মেয়ে কল দেন। কল দিয়ে বলেন জুবায়েদ স্যারকে মারা হয়েছে। এর আগেই কথাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে যায়।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমরা ধারণা করছি, প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। মেয়ের বয়ফ্রেন্ড হয়তো পরিকল্পিতভাবে জুবায়েদকে হত্যা করেছে।

এ বিষয়ে লালবাগ থানার ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি জানান, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আশ্বস্ত করছি যে, আমরা দ্রুত এই কাজ শেষ করব। আমরা আমাদের কথা কাজে প্রমাণ করব।’

উল্লেখ্য, নিহত জুবায়েদ জবি ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর