Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপ ২০২৫
যে সমীকরণে এখনো সেমিতে খেলতে পারে বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০৯:০২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:৪৫

এখনো বেঁচে আছে বাংলাদেশের সেমিফাইনালের আশা

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছিলেন তারা। বাংলাদেশ নারী দল অবশ্য এরপর টানা ৪ ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে। তবে এখনো টিমটিম করে জ্বলছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন। কোন সমীকরণে এখনো নারী বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ?

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড; এখন পর্যন্ত তিনটি দল নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেমিতে জায়গা বাকি তাই মাত্র একটি। সেই স্পটের জন্য লড়ছে ৩ দল।

এই মুহূর্তে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিতে যেতে হলে বাংলাদেশকে তাদের শেষ দুই ম্যাচে জিততেই হবে। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও ভারত।

বিজ্ঞাপন

শুধু নিজেদের ম্যাচে জয় নয়, বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ দুই ম্যাচ জিতে যায় তাহলে আর বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা নেই। কিউইদের তাই যেকোনো এক ম্যাচে হারতেই হবে। তাহলে নিউজিল্যান্ড, ভারত, বাংলাদেশের তিন দলেরই পয়েন্ট হবে ৬।

বাংলাদেশকে শুধু জয় পেলেই চলবে না, নিউজিল্যান্ড ও ভারতকে টপকে সেমিতে যেতে হবে রান রেটেও এগিয়ে থাকতে হবে তাদের। শেষ দুই ম্যাচে তাই বড় জয়ের বিকল্প নেই জ্যোতিদের সামনে।

আজম ২০ অক্টোবর নাভি মুম্বাইয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশাখাপাটনামে ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন তারা।

বিজ্ঞাপন

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
২০ অক্টোবর ২০২৫ ১০:৩১

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর