যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৩০ জন।
গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ উঠেছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে যুদ্ধবিরতি চুক্তি মোট ৮০ বার লঙ্ঘন করেছে ইসরায়েল।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ৮০টি নথিভুক্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে রোববার একদিনেই ২১টি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো, গোলাবর্ষণ, ইচ্ছাকৃত টার্গেটিং, ফায়ার বেল্ট তৈরি এবং বেসামরিকদের গ্রেফতার।
ইসরায়েলি বাহিনী এই হামলা চালানোর জন্য সামরিক যান, আবাসিক এলাকার প্রান্তে অবস্থানরত ট্যাংক, দূর নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইলেকট্রনিক ক্রেন, বিমান এবং কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করেছে।
গাজা সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার সব প্রদেশেই এই লঙ্ঘনগুলো রেকর্ড করা হয়েছে। যা প্রমাণ করে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলেনি বরং তারা ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা এবং সন্ত্রাসের নীতি অব্যাহত রেখেছে।
গাজা সরকার এই চুক্তি লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলি বাহিনীর ওপর দায় চাপিয়েছে। একইসঙ্গে, তারা জাতিসংঘ এবং চুক্তির জামিনদার পক্ষগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপ করে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।